নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা আমাদের চেয়ে ভালো কেউ জানে না, এসব কাজে …
আরো সুন্দর একটা নতুন গাড়ির কাইসে করে চাবি দিয়ে দাগ কেটে দেওয়া সুযোগ পেলে মোটরসাইকেলের নতুন সেটটা ব্লেড দিয়ে কেটে কিভাবে অন্যের যাত্রা ভঙ্গ করতে হয় খুব ভালো করেই জানা আমাদের পরিচিত বন্ধুবান্ধব কে পুকুরে মাছ চাষ করে লাভবান হতে দেখলে রাতের অন্ধকারে সেই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা পৃথিবীর আর কোন দেশ নেই শুধু এই বঙ্গদেশে দেখতে পাবেন অন্যের বাসায় ভাড়া থাকার পরে সেই বাসা ছেড়ে যাওয়ার আগেই বাথরুমের কমোড জাম করে দেওয়া কিংবা ভেঙে ফেলা দেয়ালে ভালো করে কয়েকটা দাগকাটা ইলেকট্রিক সুইচ সকেট এর বারোটা বাজানো এবং দেশের মানুষের স্বভাব পাবলিক টয়লেটে প্রাকৃতিক কর্ম সাধন করার পরে ইচ্ছে করেই অন্য কেউ যাতে সেখানে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা আমাদের চাইতে ভালো কেউ করতে পারবে না পাবলিক লাইব্রেরী থেকে বই ধার নেয়ার পর সেই আঁকিবুকি করা কিংবা দু’চারটা পৃষ্ঠা আছি রে বইটা সার্জারি করে সেটা অন্যকারো পড়ার সুযোগ না রাখা আমাদের চেয়ে ভালো আর কি জানে সামান্য প্রতিহিংসার বশে রাতের অন্ধকারে একের পর এক ফলন্ত গাছের গোড়া কাটার গোঁড়ামি আপনি শুধু এই বঙ্গদেশের বাঙালদের মধ্যেই দেখবেন।

কোনো রকম শত্রুতা ছাড়াই শুধুমাত্র হিংসা করে অন্যের লাভজনক গরুর খামারের খাবারের সাথে বিষ মিশিয়ে সব গরু হত্যা করে ফেলা আমাদেরই কারো না কারো কাজ ভালো কিছু করতে এখানে কেউ 24 টাকা খরচ করে না কিন্তু নিজের গাঁটের পয়সা খরচ করে অন্যের বিরুদ্ধে কুৎসা রটাতে প্রয়োজনে দশ কিলোমিটার হেঁটে গিয়ে হলেও আমরা সেখানে হাজির হয়ে যাই বাসায় নিজের বিদ্যুৎ গ্যাস ব্যবহারের সময় আমরা হয়ে যায় কাল মার্কস এর ছোট ভাই আর যখন সরকারি অফিসে একই মানুষ বসে ঘন্টার পর ঘন্টা এসি ফ্যান সব চালিয়ে রাখে তখন আর তার কাল মার্চের স্বামীর নীতি মনে থাকেনা রেস্টুরেন্টে যখন আমরা নিজেরা কাউকে খাওয়াতে যাই তখন কোন খাবারগুলো সবচেয়ে কম দামি সেইগুলোই খুঁজে বের করি আবার যখন অন্য কেউ আমাদের খাওয়াতে যায় তখন সবচাইতে দামি খাবার গুলো আমরা খেতে চাই অনেকটা দুমুখো সাপের মত এমন শত শত উদাহরণ আপনার চার পাশেই আছে আমাদেরই গৌরাবান্বিত স্বভাব আমাদের নিয়ে গেছে এক অন্য লেভেলে এমন কুৎসিত স্বভাব আর নোংরা মানসিকতা সোমালিয়াতে আছে কিনা সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে আর এই জঘন্য কর্মকাণ্ডের পরেও কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারিনি আজ পর্যন্ত কেউ আপনাদের যদি কোনো ব্যাখ্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না
1 Comments
Right
ReplyDelete