লকডাউনে বাড়িতে বসে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত এই সহজ ব্যবসায়, জেনে নিন

লকডাউনে বাড়িতে বসে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত এই সহজ ব্যবসায়, জেনে নিন।
লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন৷ পুরোপুরি আয় বন্ধ হয়ে গিয়েছে দেশের কয়েক কোটি মানুষের৷ কিন্তু পেটের দায় বড় দায়৷ ফলে বিকল্প আয়ের রাস্তা খুঁজছেন বহু মানুষ৷ কেউ কেউ সাফল্যও পাচ্ছেন৷ তেমনই রইল ঘরে বসে একটি সহজ ব্যবসার সন্ধান৷ এই ব্যবসায় আপনি বাড়িতে বসে লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন৷
লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন৷ পুরোপুরি আয় বন্ধ হয়ে গিয়েছে দেশের কয়েক কোটি মানুষের৷ কিন্তু পেটের দায় বড় দায়৷ ফলে বিকল্প আয়ের রাস্তা খুঁজছেন বহু মানুষ৷ কেউ কেউ সাফল্যও পাচ্ছেন৷ তেমনই রইল ঘরে বসে একটি সহজ ব্যবসার সন্ধান৷ এই ব্যবসায় আপনি বাড়িতে বসে লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন৷

মধু উত্‍পাদনে ভারত এখন বিশ্বের প্রথম ৫টি দেশের তালিকায় ঢুকে পড়েছে৷ ২০০৫-০৬-এর তুলনায় বর্তমানে ভারতের মধু উত্‍পাদন ২৪২ শতাংশ বেড়ে গিয়েছে৷ কেন্দ্রীয় কৃষি কল্যাণ ও গ্রামীণ বিকাশ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানাচ্ছেন, কৃষকদের আয় বাড়াতে মৌমাছি চাষে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র৷ যাতে কৃষকরা আত্মনির্ভর হয়ে ওঠেন৷
মৌমাছি পালনে ৫০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র৷ এই সময় যদি ব্যবসা শুরু কথা ভাবেন, তা হলে কিন্তু লাভবান হবেন৷ মধু প্রসেসিং প্ল্যান্ট করতে পারেন৷ এ ক্ষেত্রে সরকারই আপনাকে সাহায্য করবে৷ মধু প্রসেসিং প্ল্যান্ট লাগাতে আর্থিক ভাবে সহায়তা পাবেন খাদি গ্রাম উদ্যোগ আয়োগ থেকে৷ ৬৫ শতাংশ ঋণের ব্যবস্থা হয়ে যাবে৷ ২৫ শতাংশ আপনি সরকারি ভর্তুকি পাবেন৷ অর্থাত্‍ মাত্র ১০ শতাংশ টাকা আপনাকে জোগাড় করতে হবে মূলধনের জন্য৷
২০ হাজার কিলোগ্রাম মধু উত্‍পাদন করার প্ল্যান্ট কিনতে খরচ পড়বে ১৪.৫০ লক্ষ টাকা৷ এর মধ্যে ১৬ লক্ষ টাকা সরকারি ঋণ পেয়ে যাচ্ছেন৷ ৬.১৫ লক্ষ টাকা ভর্তুকি৷ অর্থাত্‍ আপনার খরচ মাত্র ২.৩৫ লক্ষ টাকার মতো৷

কী রকম আয় হয়? ২০ হাজার কিলো মধু উত্‍পাদন করলে, প্রতি কিলো মধু ২৫০ টাকা৷ অর্থাত্‍ প্রায় ৪৮ লক্ষ টাকার বিক্রি৷ ব্যাঙ্কের লোন-সহ যাবতীয় খরচ ৩৪.১৫ লক্ষ টাকা৷ অর্থাত্‍ আপনার আয় বছরে ১৩.৮৫ লক্ষ টাকা৷ অর্থাত্‍ গড়ে মাসে ১ লক্ষ টাকা৷
Published and Rewiring by: Samiun Jaman
First published: May 23, 2020, 12:51 PM IST
Post Credit By bengali.news18.com

Post a Comment

0 Comments