ব্যবসায় সাফল্যের ১৮টি মূলনীতি । 18 Principles of Business Success

বর্তমানে আমাদের দেশে ব্যবসা করার চেয়ে চাকরি করার তুলনামূলক সহজ যদিও আবার চাকরি খুঁজে পাওয়া কঠিন ওয়ার্ল্ড ব্যাংক প্রতিবছর একটি তালিকা করে এই তালিকার নাম হচ্ছে ডুইং বিজনেস কোন দেশে ব্যবসা শুরু করার সহজ তারা প্রকাশ করে 2020 এ বাংলাদেশের অবস্থান 190 দেশের মধ্যে 168 তম এর সহজ মানে আমাদের দেশের তুলনায় 167 দেশ এগিয়ে আছে যেখানে ব্যবসা করার সহজ তবে আশা করছি সামনের দুই থেকে তিন বছরের মধ্যে এই তালিকায় আমরা হয়ত আরেকটু সামনে আগাতে পারবো আমাদের দেশে যে নতুন ব্যবসা শুরু হচ্ছে না তা কিন্তু নয় প্রতিদিন নতুন নতুন উদ্যোক্তারা ব্যবসার ধারণা নিয়ে আসলেও সফলতার হার খুবই সামান্য আমি আপনার সাথে ব্যবসা শুরু করল আঠারোটি মূলনীতি তুলে ধরতে চাই যা হয়তো আপনাকে চিন্তার কিছু খোরাক দিতে পারে।

নার্ভের সমস্যা সমাধান করতে হবে অনেক আগে যখন ব্যবসায় প্রতিযোগিতা কম ছিল তখন যে যেই ধরনের ব্যবসা চাহিত শেষ এই ধরনের ব্যবসা শুরু করতে পারতো এবং সফল হতো বর্তমানে ব্যবসায় এত বেশি প্রতিযোগিতা বেড়েছে যে আপনি চাইলেই সাধারন একটি ব্যবসা করে সফল হতে পারবেন না আপনাকে গ্রাহকদের সমস্যা খুঁজে বের করতে হবে এবং আপনার ব্যবসার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে হবে নাম্বার 2 সুযোগসন্ধানীর মধ্যে থাকুন ব্যবসায় অনেক সময় অনেক ধরনের সুযোগ চলে আসতে পারে এবং আপনাকে সবসময় সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে ধরুন এমন একটি সুযোগ চলে এসেছে যেখানে আপনার ধারণা খুব কম তারপরও সেই সুযোগকে হা বলুন এবং পরবর্তী সে কাজটি শিখে ফেলুন নাম্বার 3 রাতারাতি মুনাফা অর্জনের পিছনে ছুটবেন না মানুষকে ঠকিয়ে খুব সহজেই কিছু টাকা আয় করার সহজ কিন্তু একজন প্রকৃত ব্যবসায়ী এই ভুল কখনোই করবেনা কেননা এতে ওই ব্যবসা ওখানে ধ্বংস হয়ে যাবে কিভাবে ব্যবসা সুনাম বাড়ানো যায় সেই চেষ্টা করতে হবে ব্যবসা সুনাম বাড়াতে পারলে মুনাফা খুব সহজেই আপনার হাতে চলে আসবে।

নাম্বার 4 গ্রাহকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেন বর্তমানে আধুনিক ব্যবসায়ের গ্রাহকসেবা পণ্যের গুণগতমানের মতন সমান গুরুত্ব বহন করে তাকে মনে রাখতে হবে একজন সন্তুষ্ট গ্রাহক একটি বড় বিলবোর্ডে বিজ্ঞাপন এর চেয়ে বেশি কার্যকর।
নাম্বার 5 লিখিত বিদ্যুৎ প্লান্ট গুরুত্ব দেন মাথায় একটি ইউনিক বিজনেস আইডিয়া চলে আসলো আর ব্যবসাটি শুরু করে দিলেন এর ফলে ওই ব্যবসায় কিন্তু বিফল হতে পারেন আপনার ব্যবসার জন্য একটি লিখিত বিজনেস প্লান থাকতে হবে যেখানে দেখা সাদিক পরিচালিত হবে সেই প্লান অনুযায়ী এছাড়া একটি বিভিন্ন থাকলে পরবর্তীতে সেই ব্যবসাটিকে বড় করতে কিংবা বিক্রি করতে সহজ হবে নাম্বার 61 কর্মীদেরকে নিজের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করুন আপনার ব্যবসা গ্রাহক যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আপনার অধীনে থাকা কর্মীরাও গুরুত্বপূর্ণ তাদের সাথে ভালো ব্যবহার কাজের প্রশংসা করা তাদের কাজে সহযোগিতা করা আপনার দায়িত্ব আপনাকে মনে রাখতে হবে কোনো কর্মী যদি আপনার ক্ষতি চায় তবে সেই ব্যবসাটিকে সফল করা সত্যিই কঠিন হয়ে যাবে নাম্বার ছোট লক্ষ্য ঠিক করুন আপনার ব্যবসার জন্য আপনাকে অনেক বড় লক্ষ্য ঠিক করতে হবে কিন্তু সেই বড় লোকটিকে বাস্তবায়ন করার জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করুন।
এর মাধ্যমে খুব সহজে আপনার কাঙ্খিত বড়লোক আপনি যেতে পারবেন নাম্বার সাদরে গ্রহণ করুন ব্যবসার ছোট সাফল্যকে সাফল্য হিসেবে গুরুত্ব দিতে চায় না যে আসলে মোটেই ঠিকনা ব্যবসার প্রতিটি সাফল্য আপনার জন্য গুরুত্বপূর্ণ যখন ছোট সাফল্য সাদরে গ্রহণ করতে পারবেন পরবর্তীতে এই ছোট্ট সাফল্য বড়লোক কে পিছনে জ্বালানি হিসেবে কাজ করবেন ছোট সাফল্য কর্মীদেরকে পুরস্কৃত করুন এবং নিজেকেও পুরস্কার দিন নাম্বার নয় নেটওয়ার্ক গড়ে তুলুন ব্যবসায় নেটওয়ার্কে গ্রুপ তো আমি বলি শেষ করতে পারব না আপনি যেই শিল্পে করছেন সেই শিল্পে অন্যদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করুন যত বেশি মানুষের সব মানুষের সাথে আপনাদের যোগাযোগ রক্ষা করতে হবে এর ফলে শুধুমাত্র ব্যবসায়িক সুবিধা পাবেন না ব্যক্তিগত অনেক সুবিধা পাবেন ।

নাম্বার 10 সবসময় নিজেকে নতুন কিছু শেখার মধ্যে রাখুন আধুনিক ব্যবসায় সব সময় নিজেকে একজন স্টুডেন্ট মনে করুন আপনি কিছুই জানেন না এই মনোভাব নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শেখার মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন নাম্বার 11 মার্কেটিং এর গুরুত্ব দেন মার্কেটিং ছাড়া ব্যবসা সফলতা অনেকটাই কঠিন আপনার অনেক ভালো পণ্য বা সেবা থাকতে পারেন কিন্তু সে ভালো পণ্য বা সেবা জতিক গ্রাহক না জানে তবে কোন লাভই হবে না মার্কেটিং মানে আপনি তো অনেক টাকা খরচ করতে হবে তা কিন্তু নয় আপনার ব্যবহার আপনার কর্মীদের ব্যবহার মুখের ভাষা একটি মার্কেটিং এর অংশ। নাম্বার 12 সব টাকা একসাথে বিনিয়োগ করবেন না ব্যবসা শুরু করা এবং ব্যবসা চালানো এক কথা না অনেক সময় অনেক ব্যবসা শুরু করার সহজ তবে তার চালিয়ে নিয়ে যাওয়া মোটেই সহজ কিছু না এই কঠিন বিষয়কে সহজ করতে চাইলে আপনার হাতে যথেষ্ট টাকা থাকতে হবে ব্যবসায় যেকোনো সময় যেকোনো কারণে টাকা দরকার পড়ে এই দরকারি সময়ে সেই টাকা না থাকলে অনেক ভালো।
আপনাকে হয়তো হাতছাড়া করতে হতে পারে তাই ব্যবসায় কখনোই টাকা একসাথে বিনিয়োগ করবেন না নাম্বার 13 নিজের সক্ষমতা থাকলে একাই ব্যবসা করুন বি ব্যবসায় বিদ্যুৎ পাশে থাকা অবশ্যই ভালো তবে অনেক সময় এই ভালোই আপনার জন্য কাল হয়ে উঠতে পারেন অনেক সময় বিজনেস পার্টনার এর সাথে মতের মিল না হলে ব্যবসাটিকে সফল করা কঠিন হয়ে যায় তাই নিজের সক্ষমতা থাকলে একাই ব্যবসাটি শুরু করুন নাম্বার 14 প্রতিযোগীদেরকে সূত্র ভাববেন না ব্যবসায় প্রতিযোগিতা আপনার শত্রু না প্রায় প্রতিটি প্রতিযোগিতার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে আপনার ব্যবসায় প্রতিযোগীদেরকে খুঁজে বের করুন তারা কি ধরনের সেবা তাদের গ্রাহকদের দিচ্ছে তা আপনাকে জানতে হবে তাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে এবং আপনাকে আপনার ব্যবসার মাধ্যমে তাদের ভুলগুলোকে এড়িয়ে চলে আপনার ব্যবসা থেকে সফল করতে হবে।
নাম্বার 15 দিন আগে নির্ণয় করুন ঝুঁকি নিতে হয় এর মানে এই না যে জেনেশুনে পানিতে লাফ দিবেন যদি পাওয়ার চেয়ে হারানোর সম্ভাবনা বেশি থাকে তবে সেই ব্যবসায় ঝুঁকি না নেওয়া উত্তম নাম্বার 16 লোন করার আগে দশবার ভাবি ব্যবসায় নিজের টাকা না থাকলে আমাদের মধ্যে অনেকেই টাকা লোন করার কথা চিন্তা করে আসলে লোন করা কখনোই ভালো কিছু না তবে সরকারের লোন করার প্রয়োজন হলে হতে পারে এই অবস্থায় ছিল না টাকা পরিশোধ করার মতন ক্ষমতা আপনার আছে কিনা তা আপনাকে কনফার্ম হতে হবে।
নাম্বার 17 ব্যবসার নামকরণে গুরুত্ব দিন যে কোন ব্যবসায় ওই ব্যবসায়ী নামটি যথেষ্ট গুরুত্ব বহন করে যখন কেউ আপনার ব্যবসার প্রশংসা করবে তখন ওই নাম ধরেই করবে মানুষ আপনার নাম জানুক আর নাই জানুক আপনার ব্যবসার নাম কি তা তারা জানবে ব্যবসা সুন্দর নাম ব্যবসা দিকে সফল করতে সাহায্য করতে পারে নিজের নামে ব্যবসা নামকরণ না করে উচ্চারণের সহজ ছোট ইউনিক নাম খুঁজতে হবে। নাম্বার 18 পজিটিভ ব্যক্তিদের সাথে নিজেকে ঘিরে রাখুন ব্যবসায় উত্থান-পতন ছিল আছে এবং সামনেও থাকবে আপনার আশেপাশে যারা রয়েছে তাদের কাছ থেকে বিপদের সময় কি ধরনের সাহায্য আশা করেন তার একটি ধারণা থাকতে হবে পজিটিভ ব্যক্তিদের সাথে নিজেকে ঘৃণা রাখতে পারলে তারা আপনাকে নানাভাবে অনুপ্রাণিত করতে পারবে।

আরো পড়ুন:- লকডাউনে বাড়িতে বসে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত এই সহজ ব্যবসায়, জেনে নিন
এই ছিল আজকের পোষ্ট পোষ্ট সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি এছাড়া ব্যবসা-বাণিজ্যসহ বিস্তারিত জানতে চান তাহলে ওয়েবসাইট বাংলা সাইট https://businessinspectionbd.blogspot.com ভিজিট করার আমন্ত্রণ দিয়ে আজকের মত বিদায় জানাচ্ছি।
Tags:একজন মুদি দোকান মালিকের কি কি গুন থাকা উচিত,মুদি দোকান,ব্যবসা,ইনকাম,মুদির ব্যবসা করে টাকা ইনকাম করার উপায়,দোকানদারি,Business,10 টি উপায়,ব্যবসায় সাফল্যের ১৮টি মূলনীতি,18 Principles of Business Success,একজন মুদি দোকান মালিকের কি কি গুন থাকা উচিত ?,নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা আমাদের চেয়ে ভালো কেউ জানে না, এসব কাজে …,আমাদের অনেকেই ঠিক ঐ পেপস জেল টুথপেস্টের মতই যারা নিজেদের যোগ্যতাটা বুঝতে পারি না...,Evaly উথান ও বিজনেস মডেল,Business Inspection BD কি, কেন Business Inspection BD তে ভিজিট করবেন ?

Post a Comment

2 Comments